পৌষমেলার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Visva Bharati University) মাঠ ব্যবহার করা যাবে না। মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মর্মে রায় দেয়। আদালতের কথায়, বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করা যাবে কীনা, তার সিদ্ধান্ত নেবে একমাত্র বিশ্ববিদ্যালয়। যদিও এদিন ওই মাঠে মেলার(Poush Mela 2022) আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন বিচারপতিরা।
এবার ফের শান্তিনিকেতনের(Shantiniketan) পূর্বপল্লির মাঠে পৌষমেলার আবেদন জানিয়ে বোলপুর পুরসভায় চিঠি দিয়েছে শান্তিনিকেতন ট্রাস্ট(Shantiniketan Trust)। এমনকি, কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের মাঠেই পৌষমেলার দাবি নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে(VC Bidyut Chakraborty) ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বলেও খবর।
উল্লেখ্য, ২০১৯ সালে শেষবারের মতো পূর্বপল্লির ওই মাঠে পৌষমেলা(Poushmela) অনুষ্ঠিত হয়। তারপর করোনার(Covid 19) জেরে একবছর বন্ধ থাকে মেলা। কিন্তু গতবছর বিশ্ববিদ্যালয়ের(Visva Bharati University) মাঠে মেলার অনুমতি মেলেনি। ফলে কার্যত বাধ্য হয়ে বোলপুরের ডাকবাংলো মাঠে পৌষমেলার আয়োজন করে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতি।