বিশ্বভারতীর শুনানিতে উপস্থিত ছিলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ অমর্ত্য সেন। তাঁর বিরুদ্ধে ‘কড়া পদক্ষেপ’ করতে চলেছেন বিশ্বভারতী। আগামী ১৯ তারিখ বেলা ১২টা নাগাদ ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন অনুযায়ী ওই ‘পদক্ষেপ’ করা হবে— অধ্যাপক সেনের আইনজীবীকে ইমেলে নোটিস পাঠিয়ে এমনটাই জানিয়েছেন বিশ্বভারতীর রেজিস্ট্রার।
বিশ্বভারতী কর্তৃপক্ষ গত মাসের ২৯ তারিখ অমর্ত্যকে শুনানির জন্য ডেকেছিলেন। বিদেশে থাকায় ২৯ তারিখে শুনানিতে থাকা সম্ভব হবে না জানিয়ে ৪ মাস সময় চেয়ে নিয়েছিলেন অমর্ত্যর আইনজীবী। বিশ্বভারতী মাত্র ১০ দিন সময় দিয়েছিল হাজিরার জন্য।
দীর্ঘ দিন ধরে চলা জমি বিতর্কে বিশ্বভারতী বার বার দাবি করেছে, অমর্ত্য সেনের লিজ নেওয়া জমির কিছু পরিমাণ বিশ্বভারতীর সম্পত্তি।