অমর্ত্য সেনের জমির বিষয়ে এখনই কোনও পদক্ষেপ নয়। বৃহস্পতিবার বিশ্বভারতী কর্তৃপক্ষকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত জানায়, জেলা আদালতে জমি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমি বিতর্কে হস্তক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। ১০ মে দুপুর ২টোয় জেলা আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা। ওই জমি খালি করার জন্য এস্টেট অফিসারের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহালের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিভাসরঞ্জন দে।
অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমাল জমি দখলের অভিযোগ এনে মামলা হয়। এরপরই পনেরো দিনের নোটিশে ওই জমি খালি করার নির্দেশ দেন এস্টেট অফিসার। এমনকি, ওই সময়ের মধ্যে জমি খালি করতে বলপ্রয়োগ করা হতে পারে বলেও জানানো হয়। শুক্রবার বিশ্বভারতীর এই সময়সীমা শেষের আগেই উচ্চ আদালতের নির্দেশ এখনই এই মামলায় কোনও হস্তক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।