বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visvabharati University)। শনিবার বিক্ষোভরত ৬ ছাত্রকে ১ বছরের জন্য সাসপেন্ড করেছেন উপাচার্য। বরখাস্ত করা হয়েছে এক অধ্যাপককেও। এরই মধ্যে জানা গিয়েছে, যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে একজন নাকি বিশ্বভারতীর প্রাক্তন। ওই পড়ুয়া নিজেই এই অভিযোগ করেছেন।
শনিবার বিশ্বভারতীর কর্মী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ৬ পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র আন্দোলন, উপাচার্যের বাড়ির সামনে আন্দোলন, উপাচার্যকে ঘেরাও, একাধিক অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। পড়ুয়াদের পাশাপাশি বরখাস্ত করা হয়েছে অর্থনীতি ও রাজনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকেও। এর আগেও ১ বছর ৯ মাস সাসপেন্ড করা হয় তাঁকে।
আরও পড়ুন: গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসের কামরায় আগুন, ধোঁয়া দেখে কাটোয়া স্টেশনে থামানো হল ট্রেন
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময় একাধিকবার উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয়। তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ।