মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বেলা বাড়তেই এই অভিযোগ শাসক-বিরোধী দুই পক্ষের বিরুদ্ধেই। এদিকে কংগ্রেস প্রার্থীকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের একমাত্র উপ-নির্বাচন মোটের উপর শান্তিতেই চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল থেকে ভোটদানের হার বেশ ভাল।
সোমবার ভোট চলাকালীনই ৫৩ নম্বর ডাংরাইল বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয় । যার জেরে ভোটপ্রক্রিয়া কিছুক্ষণের জন্য স্তব্ধ ছিল । ওই বুথে নতুন অফিসার আসার পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে । অন্যদিকে, সাগরদিঘির একাধিক বুথে বহিরাগত প্রবেশের অভিযোগ উঠেছে । যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ।
তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ১১ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । বুথে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঢোকার মুখেই আটকে দেন। যা নিয়ে উত্তেজনা তৈরি হয় এলাকায় । তৃণমূলের ফেস্টুন লাগানো টোটোয় ভোটারদের নিয়ে আসা হচ্ছে, এমন অভিযোগও তুলছেন বিরোধীরা । এদিকে, সামসাবাদ হাইস্কুলে ২০৮, ২১১ নম্বর বুথে রাজ্য পুলিশকে ২০০ মিটারের বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কেন প্রার্থী রাজ্য পুলিশকে বের করে দিয়েছেন, সেই বিষয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।