কেন্দ্রীয় বাহিনী না আসায় বুথে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের ঝিকরা-১ নম্বর পঞ্চায়েতে । সেখানে ঝিকরা এফপি স্কুলে ভোট চলছিল । কিন্তু, কেন্দ্রীয় বাহিনী বুথে না আসায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ করলেন গ্রামবাসীরা । ভোটকর্মীদের স্কুলের ভিতরেই আটকে রয়েছেন । অন্যদিকে, ভোটের দিন সকালেই কদম্বগাছিতে ছড়াল উত্তেজনা । সেখানে এক নির্দল সমর্থকের খুনের অভিযোগ উঠেছে ।
কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । মৃতের নাম আবদুল্লা আলি (৪১) । অভিযোগ, বোমা-বন্দুক নিয়ে হামলা চালিয়েছে তৃণমূল। ওই নির্দল প্রার্থীকে বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে । এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে । অবরুদ্ধ করা হয়েছে টাকি রোড । মহিলা নির্দল প্রার্থী তাসলিমা বিবিকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।