চৈত্রের গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর । বৃহস্পতিবার ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা । এই পরিস্থিতে শুক্রবার ইডেনে (EDEN) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে (IPL 2023 ) নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR VS SRH) । সন্ধেবেলা সাড়ে ৭টা থেকে খেলা রয়েছে । চলবে প্রায় সাড়ে ১১টা পর্যান্ত । তখন কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জেনে নিন ।
আগামী কয়েকদিন ৪০ ডিগ্রির উপরেই থাকবে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সন্ধেবেলাতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না । আর্দ্রতা থাকবে না বলেই পূর্বাভাস । কিন্তু, ইডেন যেহেতু ঢাকা, তাই মাঠের দর্শকদের প্রচুর পরিমাণে ঘাম হতে পারে । এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । সুতির জামা পরে খেলা দেখতে গেলে শরীরের জন্য ভাল ।
আরও পড়ুন, IPL 2023 KKR: শুক্রবার ইডেনে পাঁচ বিদেশিকে মাঠে নামাতে পারে কেকেআর
তৃতীয় জয়ের লক্ষ্যে শুক্রবার ঘরের মাঠ ইডেনে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। জানা গিয়েছে, শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে পাঁচ বিদেশি ক্রিকেটারকে মাঠে নামাতে পারে নাইট কর্তৃপক্ষ। এই ম্যাচেই ইডেনে খেলতে পারেন বাংলাদেশের ব্যাটার লিটন দাসও।