ভোটের গরম তো আছেই। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহজনিত অস্বস্তি। মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে তাতে অস্বস্তি একটুও কমবে না।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে৷ শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। শুক্রবার ওই দুই জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
মঙ্গলবার পর্যন্ত দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সতর্কতা আছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আগামী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বজ্র-বিদ্যুৎ- সহ বৃষ্টি হতে পারে দুই ২৪পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া। কিন্তু আবহাওয়া দফতরের মতে, এতে স্বস্তি খুব একটা মিলবে না।