শনিবার সন্ধের পর রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকালের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে। সারাদিনই একাধিক জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঝড়-বৃষ্টি হতে পারে।
যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধির সম্ভাবনা। শনিবার রাতে কলকাতা, দুই ২৪ পরগনায় হাল্কা বৃষ্টি হয়। তার সঙ্গে ঝড়ও হয়।