সকাল থেকেই রোদের তেজ বাড়ছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ইতিমধ্য়ে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। শনিবার তা ৪২ ডিগ্রি-তে পৌঁছতে পারে। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে কলকাতা সহ একাধিক জেলায় লু বইতে পারে। তবে এই সতর্কতা আপাতত দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গে তাপপ্রবাহের এখনই কোনও সম্ভাবনা নেই। তবে পরের সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখি ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিও ভিজতে পারে।
এই পরিস্থিতিতে চিকিৎসকদের তরফে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত জল পানের পাশাপাশি হাল্কা খাবার খাওয়া, প্রয়োজন ছাড়া দুপুরের দিকে বাইরে না বেরোনো, রোদ চশমা ও ছাতা ব্যবহার সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক স্নানের পাশাপাশি টক দই, পেঁয়াজ, ORS ইত্যাদি কথা বলা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, ফাস্ট ফুড, অতিরিক্ত মশলা দেওয়া খাবার যতটা সম্ভব না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।