চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি কোথাও হবে না। বিকালের পর থেকে ঠান্ডা হাওয়া বইতে পারে। তবে চলতি সপ্তাহেই মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে ঢুকলে ভারী বৃষ্টি হতে পারে।
Read More- উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, দায়ী মালগাড়ির গতিবেগ ! কী জানাল রেল ?
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। প্রবল বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পংয়েও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রেমাল ঘূর্ণিঝড়ের পর থেকে সেভাবে আর ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। তবে মাঝে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। ফলে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়ছে উত্তরোত্তর।