তাপপ্রবাহ থেকে এখনই নিস্তার নেই। রবিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে পারদ সামান্য নামার সম্ভাবনা রয়েছে। এদিকে তাপপ্রবাহের রেকর্ড গড়ার পরিস্থিতি কলকাতায়। বিগত ৫০ বছরে এত দীর্ঘতম তাপপ্রবাহ হয়নি বলে জানানো হয়েছে।
কলকাতার তাপমাত্রা
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। তবে সোমবার পরিস্থিতির সামান্য বদলাতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিকেলের দিকে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে সে তুলনায় গরম কম পড়লেও অস্বস্তি রয়েছে। তাপপ্রবাহের কোনও সম্ভাবনার কথা জানানো হয়নি।
ইতিমধ্যে পানাগড়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। রবিবার বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বাইরের কাটা ফল এবং রাস্তার ধারে বিক্রি হওয়া নরম পানীয় না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুদের বাইরে বের করতে নিষেধ করা হয়েছে। এবং যাঁরা দুপুরে বিভিন্ন কাজে বের হচ্ছেন তাঁদের হাল্কা পোশাক, ছাতা, রোদ চশমা ব্যবহার করার কথা জানিয়েছেন তাঁরা।