বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। উত্তর ২৪ পরগনা, নদীয়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতাতেও বৃহস্পতিবার মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
বিগত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেইমতো মঙ্গলবার কলকাতা, হাওড়া ও হুগলির একাধিক জায়গায় প্রায় সারাদিন মাঝারি বৃষ্টি হয়েছিল। কিন্তু বুধবার আবহাওয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। বৃষ্টির বদলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি দক্ষিণের জেলাগুলির দিকে সরছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ওড়িশায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও, সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি।
তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে শনিবার থেকে ফের প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে।
বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র থাকতে পারে উত্তাল। উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এদিন ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টা।