দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের সময় ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার, চড়া রোদও উঠেছে। তবে বিকালের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। কলকাতার কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণের অন্য জেলাগুলির জন্য। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
Read More- শেষ মুহূর্তে মার্তিনেজের দুরন্ত গোল, চিলিকে হারিয়ে নক-আউটে মেসির আর্জেন্টিনা
অন্যদিকে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় হাসিমারাতে ২১৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবারও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে বৃহস্পতিবার দুপুর থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এদিন।