বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদল হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এমনকি কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার আকাশে হালকা মেঘ লক্ষ্য করা গিয়েছে। কিছু অংশে সামান্য বৃষ্টিও হয়েছে। তবে তাপমাত্রার খুব একটা তারতম্য লক্ষ্য করা যায়নি। অন্যদিকে শনিবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি বদলাতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার রাত থেকে উত্তরবঙ্গের একাধিক অংশে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি-তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এর সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আজ মূলত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে।