বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দুটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে, আর সেকারণেই চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধের দিকে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গেও বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গ নয়, আবহাওয়াবিদদের ধারণা উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল এবং সংলগ্ন জেলাতেও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সেখানে ঝড়ের সম্ভাবনা খুবই কম।
শনিবার পরিস্থিতি তুলনামূলক আরও একটু বেশি খারাপ হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তবে আগামী দু তিন দিন তাপমাত্রার খুব একটা বড় তারতম্য হবে না। আবহাওয়া অফিসের ধারণা চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে।