বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও চলছে বৃষ্টি। যার কারণে বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি অবনতি হয়েছে বলে খবর।
দক্ষিণবঙ্গে একটু দেরি করে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তবে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে হুগলি, হাওড়া ও কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছিল। একই পরিস্থিতি বৃহস্পতিবার সকালেও। দুই ২৪ পরগনা, হাওড়ায় চলছে হালকা বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।