আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে রবিবার অর্থাৎ রথের দিন কলকাতা সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাঁচটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা উলটো হতে পারে। দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির বদলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পাহাড়ে ধস নামতে পারে বলেও অনুমাণ করা হচ্ছে।