উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এরই মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাঁকুড়া, বীরভূম এবং দুই মেদিনীপুরে তাপমাত্রা বাড়বে। এবং দক্ষিণের বাকি জেলাগুলিতে তাপমাত্রা না বাড়লেও অস্বস্তিকর গরম থাকবে।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করায় সেখানে শুরু হয়েছে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। আগামী আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে।
Read More- 'আর ভবিষ্যদ্বাণী করব না'...ভুল স্বীকার করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। প্রথমে মনে করা হয়েছিল ১০ থেকে ১২ জুনের মধ্যে মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশ করবে। কিন্তু আপাতত তার সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে। তবে ১৫ জুনের পর পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অতি প্রয়োজন ছাড়া দুপুরে বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। জল এবং তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাজারে বিক্রি হওয়া রঙিন ঠান্ডা পানীয় না খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।