মাধ্যমিকের শেষ কদিন নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে আরও কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। যেকোনও রকম অপ্রীতিকর পরস্থিতি এড়াতে আগেভাগেই সতর্ক হতে চাইছে পর্ষদ। সোমবার আট দফা নির্দেশ দিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আগে পরীক্ষা হলে কেবলমাত্র সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাই ইনভিজিলেটর হিসেবে থাকতেন, এবার থেকে দরজায় দরজায় থাকবেন একজন করে পুলিশ কর্মীও। হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের কাছে ফোন বা কোনও গ্যাজেটস আছে কীনা তাও খতিয়ে দেখা হবে।
Nokia Logo: ৬০ বছরের ইতিহাসে ছেদ, রং ঢেলে আইকনিক লোগো বদলাল নোকিয়া
পরীক্ষাকেন্দ্রের বাইরেও চলবে নজরদারি। উল্লেখ্য মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও পর্ষদ সেকথায় আমল দেয়নি। পরীক্ষাকেন্দ্রে অচেনা ব্যক্তির প্রবেশাধিকার রুখতেও কঠোর পদক্ষেপ করার কথা জানিয়েছে পর্ষদ।