প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার উচ্চমানের আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এই প্রথম নয়, প্রত্যেক বছর গরমকালে বাংলা থেকে আমের ডালি উপহার যায় প্রধানমন্ত্রীর কাছে । রাজনৈতিক মতপার্থক্য বা আক্রমণ-প্রতি আক্রমণ যতই থাকুক, আম পাঠানোর সৌজন্যতা বছরের পর বছর ধরে চলছে । এবারও ব্যতিক্রম নয় । সূত্রের খবর, প্রধানমন্ত্রী ছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ।
সূত্রের খবর, একটি বাক্সে সাজিয়ে আমগুলি পাঠানো হয়েছে । সেখানে বিভিন্ন জাতের আম রয়েছে । জানা গিয়েছে, বাক্সে সাজিয়ে পাঠানো হয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া এবং লক্ষ্মণভোগ জাতের আম । খুব শীঘ্রই দিল্লিতে পৌঁছবে সেই বাক্সভর্তি আম ।
আরও পড়ুন, West Bengal Weather Update: গরম কমার লক্ষণই নেই, চলবে তাপপ্রবাহ ,বর্ষা ঢুকতে এখনও দেরি বঙ্গে
উল্লেখ্য, গতবছরও জুন মাসে আমের মরশুমে এমন বিভিন্ন জাতের আমের ডালি উপহার হিসেবে দিল্লিতে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও সেই সৌজন্যে কোনও খামতি থাকল না ।