লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই INDIA জোট নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। রাজ্যে জোট করা নিয়ে এবার বামেদের সঙ্গেই কথা এগিয়ে নিয়ে যেতে চায় প্রদেশ কংগ্রেস। সূত্রের খবর এমনই। মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেস হাই কমান্ডের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে পারে অধীর চৌধুরীরা।
কী বলেছেন তৃণমূল নেত্রী?
সূত্রের খবর, ৪২ আসনেই প্রার্থী দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন তৃণমূল নেত্রী। এমনকি, মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে মমতা জানিয়েছেন লোকসভা ভোটে কোনও ফ্য়াক্টর নয় অধীর চৌধুরী। মমতার ওই বক্তব্যকে ধরেই হাই কমান্ডের কাছে যাচ্ছে প্রদেশ কংগ্রেস।
কংগ্রেস হাইকমান্ডের বক্তব্য
এর আগেও তৃণমূলের সঙ্গে জোট না করার পক্ষেই মত পোষণ করেছিল প্রদেশ কংগ্রেস। হাইকমান্ডের কাছে এবিষয়ে চিঠি লিখলেও এখনও কোনও সদুত্তর আসেনি বলেই খবর।