রবিবার রাজ্যে আরও কমল কোভিডের দৈনিক সংক্রমণ (West Bengal Covid Update) । রবিবার রাজ্যের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19) ৬৩৯ জন । যা শনিবার ছিল ৭৩৮ । একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ২ জনের । কমেছে পজিটিভিটি রেটও । এই মুহূর্তে রাজ্যে করোনা পজিটিভিটি রেট (Positivity Rate) ৫.৩৪ শতাংশ ।
সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা । এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬ জন । এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা । এখানে আক্রান্তের সংখ্যা ১২৩ । এরপরেই রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা । রিপোর্ট বলছে, কোনও জেলাই সংক্রমণ শূন্য নয় । গত ২৪ ঘণ্টায় প্রতি জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন কেউ না কেউ ।
আরও পড়ুন, India Covid Update: দেশে দৈনিক সংক্রমণ কিছু কম, চিন্তা বাড়াচ্ছে ৭ রাজ্যের কোভিড গ্রাফ
রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৭,৮৪৭ । যার মধ্যে মাত্র ২১৯ জন ভর্তি হাসপাতালে । বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন । সুস্থতার সংখ্যা মোট ২০,৬৯,৮১৪ । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১,১২১ জন । শতকরা হারে ৯৮.৬১ শতাংশ ।