করোনা (Covid-19 Treatment) চিকিৎসা ব্যবস্থায় নতুন উদ্যোগ রাজ্য সরকারের (West Bengal Government) । করোনা চিকিৎসার জন্য ১৩৩টি স্থায়ী হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলায় জেলায় এই হাসপাতাল (Hospitals) তৈরি হবে ।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা চিকিৎসার জন্য ১৬টি ১০০ বেডের, ৪টি ৫০ বেডের ও ১১৩টি ২০ বেডের স্থায়ী হাসপাতাল তৈরি হচ্ছে । ১০০ বেডের ১৬টি হাসপাতালের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে একটা করে স্থায়ী হাসপাতাল হবে । হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ২টো, পূর্ব বর্ধমানে ৩টে হাসপাতাল হচ্ছে । এই হাসপাতাল তৈরির জন্য কত টাকা খরচ হবে তাও বিস্তারিত ভাবে জানিয়েছে স্বাস্থ্য দফতর । তবে, নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য হাসপাতালে রোগীদের রেফার করা যাবে না ।
রাজ্যে কোভিড পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে । দৈনিক সংক্রমণ নিম্নমুখী । প্রায়দিনই মৃত্যু শূন্যই থাকছে । কিন্তু, এদিকে আবার নতুন করে আতঙ্ক তৈরি করছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট XE । ভারতেও এর হদিশ পাওয়া গিয়েছে । যদিও, স্বাস্থ্যমন্ত্রকের তরফে এখনও তা স্বীকার করা হয়নি । কিন্তু, গত দুবছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধানের রাস্তা খুঁজতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । চিকিৎসকদের মতে, এই হাসপাতাল তৈরি হলে করোনা রোগীদের চিকিৎসায় অনেক সুবিধা হবে । সঠিক সময়ে রোগীর চিকিৎসা হবে । স্বাস্থ্য পরিকাঠামো উন্নত থাকলে যে কোনও কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যাবে ।
আরও পড়ুন, Booster Dose : আজ থেকে দেশজুড়ে শুরু হল ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ কর্মসূচি
করোনার নতুন প্রজাতি XE । এই সপ্তাহেই ভারতের মাটিতে প্রথম XE সন্ধান পাওয়া যায় মুম্বইয়ে । বিদেশ থেকে আসা এক মহিলার দেহে করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল বলে প্রথমে দাবি করেছিল মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুরসভা । কিন্তু সেই দাবি এখনও পর্যন্ত স্বীকার করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অন্যদিকে, মুম্বইয়ের পর গুজরাতেও এই প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে । দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এমনই দাবি করেছে । রাজ্যের স্বাস্থ্যদফতর সূত্রে ওই সংবাদমাধ্যমের কাছে এই খবরের সতত্য স্বীকার করা হয়েছে । যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি । কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে ।