যাত্রী সাথীর পর এবার বাইক ট্যাক্সি পরিবহন শুরু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য পরিবহন দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে কলকাতা ও শহরতলিতে এই পরিষেবা চালু হবে। এবং পরবর্তীতে রাজ্যের অন্য জেলাতেও মিলবে এই পরিষেবা।
সূত্র মারফত জানা গিয়েছে, গন্তব্য দূরত্ব ৩ কিলোমিটারের বেশি হলে তবেই এই বাইক বুকিং করা যাবে। প্রাথমিক পর্যায়ে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং দমদম এলাকায় এই পরিষেবা বেশি পাওয়া যাবে। যেহেতু ওই এলাকাগুলিতে সবসময় লোকসংখ্যা বেশি থাকে সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অনেকেই জানিয়েছেন, প্রচারের অভাবে অনেকটাই ব্যাকফুটে যাত্রী সাথী অ্যাপ পরিষেবা। বাইক অ্য়াপ পরিষেবা চালুর পর তা সঠিকভাবে প্রচার না করলে তাতে কারোরই লাভ হবে না।