NCC এর ফান্ডের টাকা মিলছে না। অভিযোগ, ন্যাশানাল ক্যাডেট কর্পস্ (এনসিসি)-র ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। টাকার অভাবে বেজায় সমস্যায় NCC আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই এই টাকা আসছে না বলে অভিযোগ। এনসিসির তরফে মার্চ থেকে সেপ্টেম্বর একাধিকবার এই সমস্যার কথা জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলেই জানিয়েছেন NCC আধিকারিকরা। এর জেরে বেজায় আর্থিক সমস্যায় রয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর এই যুব শাখা৷
টাকার অভাবে নতুন ক্যাম্পের আয়োজন করা যাচ্ছে না বলেও জানিয়েছেন আধিকারিকরা। নতুন ক্যাডেট নেওয়াও সম্ভব হচ্ছে না। এর জেরে সমস্যায় পড়েছেন এই মুহুর্তে প্রশিক্ষণরত ছাত্ররা। টাকা না পেলে প্রায় ৪০ হাজার ক্যাডেট ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানা যাচ্ছে। এবার সমস্যার কথা চিঠি দিয়ে জানানো হল প্রতিরক্ষা মন্ত্রককে। দ্রুত সমাধানের আর্জিও জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেন দেশের এই ক্যাডেটরা। এক্ষেত্রে তাদের বরাদ্দ ৭৫% টাকা দেয় কেন্দ্র এবং বাকি ২৫% আসে রাজ্য সরকারের তরফে। সেই টাকাই দীর্ঘদিন না আসায় বিপাকে NCC