সরকারি গণ-পরিবহনের যাত্রীদের জন্য চালু হতে চলেছে বিশেষ কার্ড। যার মাধ্যমে একটা কার্ডে সরকারি বাস, ট্রাম, লঞ্চে সফর করতে পারবেন যাত্রীরা। রাজ্য পরিবহন দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। পুজোর আগেই ওই কার্ড লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি গণ পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। ফলে নয়া এই কার্ড চালু হলে প্রতিটি পরিবহন ব্যবস্থার জন্য আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হবে না। ফলে ফেরি, সরকারি বাস, ট্রাম সব ক্ষেত্রেই নয়া কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন। আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হবে না। আপাতত ৩০৫৭টি বাসে এই পরিষেবা চালু করা হবে।
কীভাবে পুরো বিষয়টি কার্যকর হবে?
নয়া এই ব্যবস্থায় একটি কার্ড কিনতে হবে যাত্রীদের। যে কার্ডটি রাজ্যের সব সরকারি গণ পরিবহনে ব্যবহার করা যাবে। এছাড়াও অনলাইন টিকিট সংরক্ষণ, মাল্টি পেমেন্ট সুবিধা, রিটার্ন টিকিট কাটা সম্ভব। ওই কার্ড রিচার্জ করার জন্য ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা QR কোড পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যাবে।
আপাতত কলকাতায় সরকারি বাসে যাতায়াতের জন্য একটি কার্ড চালু রয়েছে। যার মধ্যমে যে কোনও সরকারি বাসে টিকিট কাটা সম্ভব। তবে অভিন্ন এই কার্ডে যাত্রীদের আরও সুবিধা হবে বলে মনে করছেন যাত্রীরা।
একদিকে যেমন এক কার্ডে সব গণ পরিবহনে ব্যবহার করেছিল তেমনই খুচরোর সমস্যা মিটবে বলেও মনে করা হচ্ছে। এমনকি, বিনা টিকিটের যাত্রীর সংখ্যাও কম হবে বলে ধারণা।