পশ্চিমবঙ্গের (West Bengal) চারটি পুরসভায় শুরু হল ভোটগ্রহণ। শীত রয়েছে। কিন্তু সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পুরনিগমের প্রার্থীদের ভাগ্যপরীক্ষা আজ।
পুরভোটে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ। শুক্রবার থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৪ পুরনিগমকে। বিভিন্ন হোটেলে বহিরাগতরা রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছে আসানসোলে। রাত থেকেই সেই সব হোটেলে চলেছে তল্লাশি।
আরও পড়ুন : Kunal Ghosh: মুকুল রায়কে গ্রেফতার করা হোক, দাবি কুণাল ঘোষের
বিধাননগরে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ওই এলাকায় মোতায়েন রয়েছেন মোট ৩ হাজার পুলিশকর্মী। কড়া নিরাপত্তা রয়েছে চন্দননগর এবং শিলিগুড়ি পুরসভাতেও। এদিকে ভোট শুরুর কিছুক্ষণের মধ্য়েই কেষ্টপুরে সিপিএম প্রার্থীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে।