অপেক্ষার অবসান। রাজ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। তার দিনক্ষণ প্রকাশ করল ভারতীয় রেল। ট্রেনের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি-গামী এই ট্রেনের উদ্বোধন হবে। মোট ৪১১ কিলোমিটার পথ পাড়ি দেবে ৫ ঘণ্টায়।
বাংলার পাশাপাশি এই ট্রেন উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার দুপুর ১২টায় গুয়াহাটি থেকে এই ট্রেনকে গ্রিন সিগন্যাল দেখানো হবে। পরবর্তীকালে এই ট্রেন নিউ জলপাইগুড়ি থেকেও ছাড়বে। নিউ আলিপুরদুয়ার পৌঁছবে ৩টে ৪৮ মিনিটে। নিউ কোচবিহার, ধূপগুড়ি দাঁড়ানোর পর নিউ জলপাইগুড়িতে ট্রেনটি আসবে সন্ধ্যে ৬টায়।
রেল সূত্রে খবর, এনজেপি থেকে সকালে ৬টা ১০ মিনিটে ছাড়বে ট্রেনটি। চালু হওয়ার পর নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে মোট ৫টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাঁও ও কামাখ্যা।
রাজ্যে প্রথম হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। এরপর ওড়িশা থেকে হাওড়া-পুরী বন্দে ভারত চালু করে রেল। এবার এনজেপি থেকে গুয়াহাটি। রাজ্য মোট ৩টি বন্দে ভারত পেল।