অবশেষে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) দক্ষিণবঙ্গে (South Bengal)। চলতি সপ্তাহের শেষদিকে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department)। তবে তার আগে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ (Heat Wave) চলবে। বুধ ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহ চলবে। শুক্র ও শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। আগামী তিনদিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে কিছুটা নামবে পারদ। শনি ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: কলকাতায় নামল তাপমাত্রা, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস
শনিবার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হতে পারে। এই চার জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও চলতে পারে। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা আছে এই চার জেলায়। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।