বছরের শুরুতেই হাড় কাঁপানো শীতের দাপট, আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী তিন দিনও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের তাপমাত্রা রাতের দিকে ২ থেকে ৪ ডিগ্রি নামতে পারে। অপরিবর্তিতই থাকবে আগামী তিন দিনের তাপমাত্রা। ৮ তারিখের পর আবার সামান্য একটু বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েকদিন, মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে কুয়াশায় ঢাকতে পারে চারিপাশ।
এবছর যেন ডিসেম্বরেই নেমে এসেছিল বসন্ত। বড়দিনও কার্যত কেটেছে গরমেই। তবে নতুন বছর পড়তেই ব্যাট ধরেছে শীত। উত্তর পশ্চিমের শীতল হাওয়া দাপট বাড়ছে বঙ্গে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক 8 ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রির আশেপাশে।