নিম্নচাপের ভ্রুকুটি । অবশেষে ভারী বৃষ্টি (Rain Forecast) পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও গভীর নিম্নচাপে পরিণত হবে । যার প্রভাবে ৮ থেকে ১১ অগাস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Forecast in South bengal) হবে । বেশ কয়েক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ অগাস্ট অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । ৯ অগাস্ট, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে । ১০ অগাস্ট বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে । ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতে । ১১ অগাস্ট বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে ।
আরও পড়ুন, Baguiati Women Death : বাগুইআটিতে বহুতলের নীচ থেকে গৃহবধূর দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৮ তারিখ উপকূলের জেলাতে ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । ৯ এবং ১০ তারিখ ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলের জেলাগুলিতে । বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর । সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যেসব মৎস্যজীবীরা ইতিমধ্যে মাছ ধরতে সমুদ্রে গিয়েছেন, তাঁরা যেন ৭ অগস্টের মধ্যে ফিরে আসেন, সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।