অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলবে শীঘ্রই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ১৫ মার্চের পর তাপমাত্রা কিছুটা কমার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস
রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ বজায় থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভবনাও রয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।