আবহাওয়া (West Bengal Weather Update) দফতরের পূর্বাভাস মতো বুধবারও কলকাতার তাপমাত্রা বাড়ল । পারদ চড়লেও শীতের আমেজ বজায় রয়েছে । বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে শুরু করবে । মকর সংক্রান্তি পর্যন্ত আপাতত হাঁড় কাপানো শীত (Winter Update) থাকছে না । তবে, সংক্রান্তির পর থেকে ফের জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে । হাওয়া অফিসের পূর্বাভাস, সকালের দিকে কনকনে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শীত উধাও হবে । আবার রাতের দিকে তাপমাত্রা কমবে । মকর সংক্রান্তি পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছবে । তবে, পৌষ সংক্রান্তি কেটে গেলেই আগামী ১৬ জানুয়ারি থেকে আবার নামবে পারদ। যদিও কতটা কমবে, তা এখনই স্পষ্ট করে জানা যাচ্ছে না ।
আরও পড়ুন, Gangasagar Mela 2023: গঙ্গাসাগর মেলার দাপিয়ে বেড়াচ্ছে এক জোড়া বাঘ, তার না আছে দাঁত না আছে নখ
বুধবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা রয়েছে ।