পুজোর কয়েকদিন বৃষ্টি হয়নি। দু-একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে তা পুজোতে প্রভাব ফেলেনি। শনিবার বিজয়া-দশমীর দিন বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। এদিকে নদিয়া, মুর্শিদাবাদেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুষ্ক থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম,পুরুলিয়া, দুই বর্ধমান।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতাতে সকাল থেকে আকাশ পরিষ্কার। সারাদিন ভ্যাপসা গরম থাকবে। সন্ধের দিকে কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে শনিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মতোই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।