মনোরম আবহাওয়ার দিন শেষ। পয়লার বৈশাখের আগে ফের অস্বস্তি বাড়বে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে খবর, আরও বাড়বে রাজ্যের তাপমাত্রা। পয়লাতেও গরমে হাঁসফাঁস অবস্থাই হবে। কোনও কোনও জায়গার তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। আরও ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। আর বছরের শুরুতে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস। শনিবার সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। শুষ্ক গরম আরও বাড়ার সম্ভাবনা।
Jyotipriyo Mallick: জ্যোতিপ্রিয়র সল্টলেক, বোলপুরের ২ বাড়ি সহ কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় । কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। তবে বাঁচোয়া একটাই যে এইসময় নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।