দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু এবার রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
জুন মাসে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছটি জেলাকে সতর্ক করা হয়েছে। কলকাতা ছাড়াও তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। নামখানা ও মৌসুনি দ্বীপের বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হয়েছে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ ও পাথরপ্রতিমা থেকে যে সব ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাচ্ছে, তাদেরও সতর্ক করা হয়েছে। ১৩ ও ১৪ জুলাই মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: সকাল থেকে উৎসবের মেজাজ, যাত্রীদের জন্য খুলে দেওয়া হল শিয়ালদহ মেট্রো স্টেশন
এবার জুন মাসে বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গ। এবার উত্তরবঙ্গে ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৮ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে। বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।