ফের নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টিপাত।
এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। তাপমাত্রার পারদও বেড়েছে বেশ কিছুটা। বিকেল পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি (Humidity) বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের (South Bengal) সাত জেলা-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সম্প্রতি বঙ্গোপসাগরের (Bay Of bengal) উপর পরপর দুটি নিম্নচাপ তৈরি হয়। আর এর দরুন বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরের এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে দিনের তাপমাত্রা, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।