সপ্তম তথা শেষ দফার ভোটের দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবন রয়েছে।। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
মৌসুমী বায়ু এগিয়ে আসায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে৷ এর ফলে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার এবং উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গের ৯টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ, শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবল।