শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, জেলায় জেলায় ঝড় জলের সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃ্হস্পতিবার বৃষ্টির পরেই, তীব্র অস্বস্তি থেকে মুক্তি মিলেছিল খানিক। উত্তর বঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
তবে, বৃষ্টি হলেও উত্তরপশ্চিম বায়ুর প্রভাবে আগামী কয়েক দিনে বাড়বে তাপমাত্রা। যার জেরে ফের গরম বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে, তাপমাত্রা আবার ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভাবনা না থাকলেও অত্যধিক জলীয় বাষ্পের কারণে হালকা ভ্যাপসা ভাব থাকবে। রবিবার থেকে তাপপ্রবাহ ফিরতে পারে বঙ্গে।