বৃষ্টি হলেও, গরম কিছুতেই কমছে না । শনিবার থেকে অস্বস্তিকর গরম আরও বেড়েছে । রবিবার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি রয়েছে । তবে, দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃ্ষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কিন্তু, অস্বস্তিকর গরম বজায় থাকবে । সোমবার আরও বাড়তে পারে তাপমাত্রা । মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । এছাড়া, এদিন বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে । মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে । মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা । মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে । হতে পারে ঝড় বা শিলাবৃষ্টি । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।