দুই থেকে তিন আগে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রিতে । তাপপ্রবাহ, সেইসঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা ছিল রাজ্যবাসীর । তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে । একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ । সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে । সেইসঙ্গে সপ্তাহের প্রথম দিনই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে । আগামী কয়েকদিন নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা নেই । শনিবার রাত, রবিবার সকাল থেকেই বৃষ্টির স্বাদ পেয়েছে কলকাতাবাসী । বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে । এদিনও ভিজতে পারে কলকাতা । মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।