তিলোত্তমায় শীতের পরশ। উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদের পতন এখনও অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস।
গত বছরের তুলনায় এ বছর নভেম্বরে তাপমাত্রা একটু বেশিই নেমেছে। গত বছর নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চলতি বছরের নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল, তা সরে গিয়ে আকাশ এখন পরিষ্কার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।