বৃহস্পতিবার বিকেল থেকেই কলকাতায় রীতিমতো ঝড়বৃষ্টির দাপট। ঘণ্টায় প্রায় আশি কিলোমিটার বেগে ঝড়ও হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দিন দুয়েকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে।
২৮ তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আগামী ২৯ থেকে ১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস।