বছর শেষ হতে চলল, তাপমাত্রার পারদ এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। শীতের আমেজ উধাও বাংলায়। মাসের শেষ ১৫ দিন সর্বনিম্ন তাপমাত্রাই ২০ ডিগ্রির ওপর। ৫০ বছরে এমন ঘটনা এই প্রথম।
ডিসেম্বর মাসের শেষে পর পর দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি লক্ষ করা গিয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আগামী এক দু’দিনের মধ্যেই পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।