তৃতীয়া থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (West Bengal Weather Update) বিভিন্ন জেলা । সেইসঙ্গে গুমোট গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে । চতুর্থীর (Chathurthi) দিনও পরিস্থিতির বিশেষ বদল হবে না । এদিনও, বৃষ্টির (Bengal Rain Forecast) সম্ভাবনা রয়েছে । এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার (Kolkata Rain Forecast) আকাশ আংশিক মেঘলা থাকবে । সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । এদিন, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হলেও গরম কমবে না । আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে ।
আরও পড়ুন, Dengue Death in Bengal : ফের ডেঙ্গিতে মত্যু, গত ৪দিনে রাজ্যে ডেঙ্গির বলি ৭, বাড়ছে আতঙ্ক
পঞ্চমী ও ষষ্ঠী পর্যন্ত আবহাওয়া কিছুটা এরকমই থাকবে । তবে, ঘূর্ণাবর্তের জেরে, রবিবার থেকে বুধবার অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে । অষ্টমী ও নবমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস । উত্তরবঙ্গেও নবমী ও দশমীতে ভারী বৃষ্টি হতে পারে । সেক্ষেত্রে, পুজোর সময় ব্যাগে মেক-আপ, লিপস্টিকের সঙ্গে ছাতা থাকা কিন্তু মাস্ট ।