বছর শেষে পারদ পতন কলকাতায় (Kolkata Weather)। শুক্রবার সকাল থেকেই শীতের (Winter) আমেজ রয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু'দিনে তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই ফলে বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা বেশ শীতের (Winter) আমেজেই কাটাতে পারবেন শহরবাসী।
বৃহস্পতিবার থেকে পুরনো ফর্মে ফিরতে শুরু করেছে শীত। রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশে তাপমাত্রার পারদ কমেছে ছয়-সাত ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় আরও কমবে তাপমাত্রা। তবে, এখনও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সকাল থেকেই শীতের আমেজ রয়েছে শহরে।
আরও পড়ুন- দিঘা-মন্দারমণি সৈকতে নববর্ষের প্রস্তুতি তুঙ্গে, সতর্ক পুলিশ ও প্রশাসন
ভোরের দিকে কলকাতা-সহ জেলার আকাশ ছিল কুয়াশাছন্ন। বেলা বাড়তেই পরিষ্কার রয়েছে আকাশ। তবে, আগামী কয়েক দিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলির তাপমাত্রাও কমেছে ফলে সেখানে বজায় রয়েছে কনকনে ঠান্ডার।