শেষ হতে চলল শ্রাবণ মাস। এখনও লাগাতার অতিভারী বৃষ্টি পায়নি রাজ্যবাসী। বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার অবধি আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরের ৫ জেলাতেও বৃষ্টি বাড়বে বলে খবর। কারণ জুলাইয়ের শেষ কয়েকদিন এবং অগাস্টের শুরু থেকেই জোড়া ঘূর্ণাবর্ত চোখ রাঙাবে, এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের পূর্বাভাস।
বুধবার দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ সারাদিন দফায় দফায় বৃষ্টি হবে বলেই খবর। জারি হয়েছে হলুদ সতর্কতাও। শুক্রবার পর্যন্ত এই ওয়াইড রেইন স্প্রেড চলবে।
এদিকে দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিতে ধসের ঘটনাও ঘটেছে। কেরলের ওয়ানাডে ধসের ঘটনায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও অসংখ্য মানুষ মাটির তলায় চাপা পড়ে রয়েছেন বলে খবর, চলছে উদ্ধারকার্য। এ দিনই কেরলে পৌঁছনোর কথা ছিল রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর। তবে শোনা যাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে তাঁদের সফর বাতিল করা হয়েছে। বাংলাতেও বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।