বঙ্গে ফুল সুইং-এ প্রবেশ করেছে বর্ষা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কমবেশি শহর কলকাতা ও রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই চলছে বৃষ্টি। মেঘাচ্ছন্ন আকাশ এবং প্রায় গোটা রাজ্যজুড়েই চলছে বৃষ্টি।
চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়।
বুধবার কলকাতার আকাশ সারাদিনই মেঘলা থাকবে। বুধ ও বৃহস্পতিবার দু'দিনই কার্যত 'রেইনি ডে'র মেজাজ কলকাতায়।