নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা (West Bengal Weather Update)। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপ বর্তমানে উত্তর ছত্তিশগড়ের দিকে অবস্থান করছে।
আগামী ২-৩দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। কলকাতার (Kolkata Weather Todat) আকাশ আংশিক মেঘলা থাকলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের পূর্বাভাস, দুর্যোগ বাড়বে আরও?
উত্তরবঙ্গে আগামী ৫দিন বৃষ্টি বাড়বে। মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে এগোনোয় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হবে।